Logo
Logo
×

খেলা

২৪ বল খেলেও ‘ডাক’, বিব্রতকর রেকর্ডে জাকিরের নাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

২৪ বল খেলেও ‘ডাক’, বিব্রতকর রেকর্ডে জাকিরের নাম

জাকির হাসান/সংগৃহীত

কানপুর টেস্টে ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশি ওপেনার জাকির হাসান। ‘অদ্ভুত’ এই কাণ্ডে বিব্রতকর এক রেকর্ডে নাম উঠে গেছে তার।

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে কানপুর টেস্ট শুরু হয় এক ঘন্টা দেরিতে। টসে হেরে ব্যাটিংয়ে নামার পর মোটেই স্বস্তিতে ছিলেন না বাংলাদেশের ওপেনার জাকির। ২৪ বল খেলে একটি রানও নিতে পারেননি তিনি। ভারতীয় পেসারদের তোপের মুখে শেষ পর্যন্ত রানের খাতা না খুলেই তাকে সাজঘরের পথে হাঁটতে হয়।

আকাশ দীপের বলে গালিতে ক্যাচ দিয়ে যখন সাজঘরের দিকে যাত্রা শুরু করেন জাকির, তখন তার নামের পাশে ইনিংস পরিসংখ্যান ০ (২৪)।

আর এই ইনিংসের ‘সুবাদে’ টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের (এক থেকে তিন) ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘কীর্তি’তে নাম উঠে যায় জাকির।

এতদিন এই রেকর্ড ছিল ওপেনার ইমরুল কায়েসের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ১৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে তিন সাবেক ওপেনার হান্নান সরকার (১৩ বলে ০, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৩ সাল), আল শাহরিয়ার রোকন (১২ বলে ০), প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২০০১ সাল) ও শামসুর রহমান শুভ (১২ বলে ০, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪)। 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম