Logo
Logo
×

খেলা

১০০ পেরোল বাংলাদেশ, আলোক স্বল্পতায় বন্ধ খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম

১০০ পেরোল বাংলাদেশ, আলোক স্বল্পতায় বন্ধ খেলা

বাংলাদেশ-ভারত টেস্ট

লাঞ্চ বিরতির আগে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হক জুটি। তবে লাঞ্চ বিরতির পরপরই ফিরতে হয়েছে শান্তকে। শান্ত ফিরলেও বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মুমিনুল হক। অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে এরই মধ্যে দলীয় শত রান পার করেছেন তিনি। তবে এর পরপরই আলোক স্বল্পতায় বন্ধ করা হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। ৪০ রানে ব্যাট করছেন মুমিনুল। ৬ রানে তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিক।

এদিন ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাতে উইকেট পেতে ধুঁকতে হচ্ছিল ভারতীয় বোলারদের। এর মাঝে হঠাৎই ছন্দপতন। দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে। ২৪ বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানিয়ে শূন্য রানে ফেরান আকাশ দীপ। খানিক পর সাদমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আকাশ।

আম্পায়ার আউট না দিলেও অধিনায়ক রোহিতকে রাজি করিয়ে রিভিউ নেন তিনি। আর তাতেই সাদমানকে ফিরতে হয় সাজঘরে। ৩৬ বলে ২৪ রানে থামতে হয় সাদমানকে।

এরপর দু’দফা রিভিউ নিয়েছে ভারত। ফিরতে পারত নাজমুল শান্ত ও মুমিনুল হক। তবে ভারত রিভিউ নিলেও তাতে বেঁচে যান দু’জনে। তবে লাঞ্চ থেকে ফেরার পর অশ্বিনের ঘূর্ণিতে কাবু হয়েছেন শান্ত। ফিরতে হয়েছে ৩১ রান করে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম