কোচ, সংগঠক, রেফারি ও খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ এএম
ক্রীড়া উপদেষ্টার বৈঠক
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই ধারাবাহিকতায় এবার বিভিন্ন ফেডারেশনের কোচ, রেফারি, সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে কোচ, রেফারি, সংগঠক ও খেলোয়াড়দের সঙ্গে এই মত বিনিময় করবেন তিনি। যেখানে তাদের নানা সমস্যা শুনে সেই আলোকে আগামীতে সমাধানের চেষ্টা চালাবেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চলতি মাসের শুরুতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। সাংবাদিকদের পর এবার ক্রীড়াঙ্গনের অন্য চার অংশীজন খেলোয়াড়, কোচ, সংগঠক, রেফারিদের সঙ্গে বসছেন তিনি।
গত পরশু জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত সকল ফেডারেশন, এসোসিয়েশনকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। প্রতি ফেডারেশন/এসোসিয়েশন থেকে একজন করে সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারির নাম প্রেরণ এবং সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রীড়াঙ্গনের চার ক্ষেত্রের ব্যক্তিবর্গের সঙ্গেই আলোচনা করতে চান।