Logo
Logo
×

খেলা

নেইমারকে নিয়ে কোচের দুঃসংবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ এএম

নেইমারকে নিয়ে কোচের দুঃসংবাদ

নেইমার

চোট এবং নেইমার; যেন একে অন্যের পরিপূরক। দীর্ঘ ক্যারিয়ারে চোট থেকে কখনোই লম্বা সময়ের জন্য দূরে থাকতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যা সমস্যায় ফেলেছে তার দল ব্রাজিল ও ক্লাবকে। এবার যেমন নেইমারের জন্য সমস্যায় পড়েছে সৌদি প্রো লিগের দল আল হিলাল।

বলা হচ্ছিল, চোট কাটিয়ে চলতি মাসেই মাঠের ফুটবলে ফিরবেন নেইমার। সেই লক্ষ্যে গত জুলাইয়ে অনুশীলনেও ফেরেন নেইমার। তবে এখন জানা যাচ্ছে নেইমারের আপাতত চলতি বছর আর কোনো ফেরার সম্ভাবনা নেই। আল হিলাল কোচ জেসুস জানিয়েছেন এমনটিই। যা নেইমার ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।

নেইমারকে নিয়ে জেসুস বলেন, ‘আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।’

এদিকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের। তবে চোটের কারণে এখনও সেই অর্থে আল হিলালকে সার্ভিসই দিতে পারেনি নেইমার। তবে বলা হচ্ছে সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার।  বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম