Logo
Logo
×

খেলা

সাকিবকে নিয়ে শঙ্কা নেই, খেলবেন কানপুরে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২০ পিএম

সাকিবকে নিয়ে শঙ্কা নেই, খেলবেন কানপুরে

সাকিব আল হাসান

ভারত সফরের শুরুতে চেন্নাই টেস্টে বল করার সময় আঙুলে চোট পেয়ে ব্যথা অনুভব করেন সাকিব আল হাসান। যে কারণে চেন্নাই টেস্ট শেষে সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়।

শুক্রবার থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। কানপুর টেস্ট শুরুর আগে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, সাকিবকে নিয়ে কোন শঙ্কা নেই। 

চেন্নাই টেস্টে ব্যাটে বলে ঝলক দেখাতে পারেননি সাকিব। দুই ইনিংসে ব্যাট করে ৩২ ও ২৫ রানে আউট হন। সব ছাপিয়ে বেশী আলোচনা হয় তার বোলিং নিয়ে।

চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে উইকেট শূন্য ছিলেন সাকিব। তিনি খেলার মতন ফিট আছেন কিনা এই নিয়েও শুরু হয় গুঞ্জন। 

যদিও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, সাকিব শতভাগ ফিট হয়েই খেলতে নেমেছেন। 

বুধবার অনুশীলন শেষে গণমাধ্যমকে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, সাকিবের চোটের ব্যাপারে তিনি অবগত না। এই খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন বলেই তিনি নিশ্চিত হয়েছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম