দ্রাবিড় ও গম্ভীরের মধ্যে পার্থক্য কী, জানালেন অশ্বিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম
গৌতম গম্ভীর
সদ্যই ভারতের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তার অধীনে প্রথমবার টেস্ট খেলতে নেমেছে ভারত। প্রথম টেস্টেই গম্ভীরের দল উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে ধবলধোলাই আসা বাংলাদেশকে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়েছে ২৮০ রানের ব্যবধানে। যেখানে ভারতের জয়ের নায়ক রবিন্দ্রন অশ্বিন।
কানপুরে বাংলাদেশকে হারাতে একাদশে যাকে চান মাঞ্জরেকার
এমন জয়ের পর ভারতের বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড় ও নতুন কোচ গৌতম গম্ভীরের মধ্যে পার্থক্য জানিয়েছেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ও বর্তমান কোচ প্রসঙ্গে ভক্তদের ধারণা দিয়েছেন অশ্বিন।
গম্ভীর ও দ্রাবিড়ের মধ্যে কোথায় পার্থক্য সেটা জানিয়ে অশ্বিন বলেন, ‘আমার মনে হয় সে (গম্ভীর) খুব রিল্যাক্স। কোনো কিছুই নেই। সকালে, জানতে চাইবে ‘আপনি কি আসছেন?’ রাহুল ভাই হলে, আমরা আসার সাথে সাথে বোতলগুলি একটি জায়গায় থাকবে। তিনি খুব রেজিমেন্টেড। তিনি এমনই, তার মতে সবকিছু ঠিকঠাক হওয়া উচিত। আমার মনে হয় তিনি মানুষের মন জয় করেছেন। সে ছেলেদের ভালোবাসে। তিনি শুধু রিল্যাক্সড নন।’
এদিন চেন্নাইয়ের উইকেট নিয়েও আলোচনা করেছেন অশ্বিন। এই পিচটিকে অসাধারণ বলেও উল্লেখ্য করেছেন তিনি। সেই সঙ্গে আগামীতে রঞ্জি ট্রফিতেও এমন পিচের আশা করেছেন তিনি। অশ্বিন বলেন, ‘ভারতে আমি যে সেরা ক্রিকেট পিচগুলিতে খেলেছি তার মধ্যে এটি একটি। অসাধারণ পিচ এবং আমি সত্যিই আশা করি তামিলনাড়ু এই ধরনের পিচে রঞ্জি ট্রফি খেলবে। তারা যেভাবে পিচ সাজিয়েছে, তারা যেন এটিকে পরবর্তী স্তরে নিয়ে যায়।’