বত্রিশেও দুর্বার আমির, নাম উঠল নতুন রেকর্ডে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
![বত্রিশেও দুর্বার আমির, নাম উঠল নতুন রেকর্ডে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/23/amir-66f14b777b931.jpg)
মোহাম্মদ আমির/সংগৃহীত
বয়স ৩২, অথচ ক্রিকেট মাঠে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করলেন তিনি।
এতদিন পাকিস্তানের পক্ষে ৩৫০ বা তার বেশি টি-টোয়েন্টি উইকেটের মালিক ছিলেন কেবল দুজন। তারা হলেন-ওয়াহাব রিয়াজ এবং সোহেল তানভির। ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট নিয়ে পাকিস্তানের পক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি রিয়াজ।
অন্যদিকে ৩৮৮ ম্যাচে ৩৮৯ উইকেট আছে সোহেলের ঝুলিতে। এবার সে এলিট ক্লাবে তাদের সঙ্গী হলেন আমির। ৩০৫ ম্যাচে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানার বিপক্ষে দুই উইকেট শিকার করার মধ্য দিয়ে এই রেকর্ডে নাম ওঠে অ্যান্টিগা ও বারবুডার হয়ে খেলা আমিরের।