সাকিবের চোট নিয়ে তামিমের সন্দেহ, জানেন না কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
সাকিব আল হাসান
চেন্নাই টেস্টে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। তবে হার ছাপিয়ে এখন আলোচনায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটিংয়ের সময় হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরা, কম বোলিংয়ে আসা ও উইকেট নিতে না পারা। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও আলোচনা হয়েছে ধারাভাষ্য কক্ষে।
যেখানে ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের কম বোলিংয়ে আসা নিয়ে চোটের কথা বললেও সন্দেহ প্রকাশ করেছেন তামিম ইকবাল। সাকিবের চোট ও অস্ত্রোপচারের বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। যা জন্ম দিয়েছে বিতর্কের। প্রশ্ন উঠছে, তবে কি চোট গোপন করে খেলছেন সাকিব?
সাকিবকে বাদ দেওয়ার প্রশ্নে যা বললেন শান্ত
এমন প্রশ্নের কারণ, ব্যাটিংয় অফফর্মে থাকা সাকিব চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলে ২১ ওভার বোলিং করেছেন মোটে। যেখানে রবিন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজারা ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সেখানে কোনো উইকেট পাননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। রান খরচ করেছেন ইকোনমি ৬-এর বেশি। স্বাভাবিকভাবেই তাই সাকিবের চোট রয়েছে কিনা; তা নিয়ে হচ্ছে আলোচনা।
এমন আলোচনার সূত্রপাত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে। যেখানে খেলা শুরু হওয়ার আগে মাঠে সাকিবের সঙ্গে কথা বলতে দেখা যায় ধারাভাষ্যকার কার্তিককে। পরে ধারাভাষ্যের এক পর্যায়ে সাকিবের কম বোলিংয়ে আসা নিয়ে কার্তিক তামিমকে বলেন, ‘তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। তাকে জিজ্ঞেস করেছিলাম, কী কারণে সে কম বোলিং করছে...সে আমাকে যা বলেছে, তা একজন স্পিনার হিসেবে আমিও বুঝতে পারছি। তার (সাকিবের) বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে। জায়গাটা এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এ ছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’
মুরালি কার্তিকের দেওয়া এমন তথ্যে খানিকটা সন্দেহের সুরে তামিম বলেন, ‘সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ চারজন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এ ব্যাপারটি তাদের দেখা উচিত।’
সাকিবের চোট নিয়ে যখন প্রশ্ন উঠেছে। বিষয়টি টিম ম্যানেজমেন্ট জানেন কিনা; তা জানতে চাওয়া হয়েছিল ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কাছে। যার উত্তরে তিনি বলেন, ‘না, সাকিবের বিষয়টি নিয়ে আমরা অবগত নই।’