Logo
Logo
×

খেলা

আলোক স্বল্পতায় শেষ আরেকটি হতাশার দিন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

আলোক স্বল্পতায় শেষ আরেকটি হতাশার দিন

নাজমুল হোসেন শান্ত/সংগৃহীত

চেন্নাই টেস্টে হতাশায় মোড়া আরেকটি দিন কাটল বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩০৮ রানের লিডের সঙ্গে আরও ১২০-১৫০ রান যোগ করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সে লক্ষ্য ছাড়িয়ে ভারত ৫১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৮।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে তারা বাংলাদেশের জন্য রানের পাহাড় তৈরি করে। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল, ১০৯ রান আসে ২১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা পান্ত। তাদের ব্যাটিং বীরত্বে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।

১০৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।

রেকর্ড ৫১৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেট শিকার করেন জশপ্রীত বুমরাহ। ৩৫ রানে সাদমানকে সাজঘরের পথ চেনান অশ্বিন।

তিনে নেমে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশফিক-মুমিনুলরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। দিন শেষে ৫১ রানে অপরাজিত রয়েছেন শান্ত, ৫ রানে ব্যাট করছেন সাকিব।

বাংলাদেশের চার উইকেটের তিনটিই ঝুলিতে পুরেছেন অশ্বিন।

চেন্নাই টেস্টে এখনো দুই দিন বাকি। বাংলাদেশের জয়ের প্রয়োজন ৩৫৭ রান, হাতে ৬ উইকেট। টেস্ট জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে শান্তদের। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যেমন ব্যাটিং দুর্দশা দেখা যাচ্ছে বাংলাদেশ, তাতে সে স্বপ্ন পূরণ দুরাশা।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম