এবার সতীর্থের কাছেই ট্রলের শিকার বাবর আজম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
সরফরাজ আহমেদ ও বাবর আজম/সংগৃহীত
পাকিস্তান দলে একসঙ্গে খেলেছেন বাবর আজম এবং সরফরাজ আহমেদ। তবে ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপে ভিন্ন দুই দলের জার্সি গায়ে চড়িয়েছেন তারা। আর সে টুর্নামেন্টে খেলা চলাকালে বাবর আজমকে ‘ট্রল’ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ।
ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স কাপে বাবরকে স্লেজিং করেন ডলফিনস অধিনায়ক সরফরাজ। এ সময় স্টাম্প মাইকে সতীর্থদের উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, ‘তাড়াহুড়ার কিছু নেই। তাদের (দর্শক) বাবর, বাবর চিৎকার করতে দাও। আমরা বাবরকে ৪০ ওভার খেলতে দিতেই পারি।’
এক্ষেত্রে বাবর আজমের ধীরগতির ব্যাটিংয়ের দিকে সরফরাজ ইঙ্গিত করেছেন বলে মনে করছেন নেটিজেনরা। বাবরের ধীরগতির ব্যাটিং নিয়ে এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অনেক কথা বলেছেন। তবে এভাবে নিজের সতীর্থদের কাছ থেকে ঠাট্টার শিকার হতে হয়নি তাকে। সরফরাজ এমনটা করার পর সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে।
তবে সরফরাজের সে ঠাট্টার পর কিন্তু সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর। ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের দলকে ২৭১ রান পর্যন্ত পৌঁছে দেন তিনি। রান তাড়া করতে নেমে ৯৭ রানেই অলআউট হয়ে যায় সরফরাজের দল।