হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
হাসান মাহমুদ
ফর্মের তুঙ্গে আছেন তরুণ তারকা পেস বোলার হাসান মাহমুদ। চলতি মাসেই পাকিস্তান সফর থেকে ঐতিহাসিক সিরিজ জয় করে ফেরে বাংলাদেশ।
সেই সফরে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে যেকোনো সংস্করণে কোনো বাংলাদেশি পেসারের সেটিই ছিল সেরা বোলিং।
পাকিস্তান সফর থেকে ফিরে ভারতে গিয়ে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নিলেন হাসান, যা ভারতের মাটিতে বাংলদেশের কোনো বোলারের সেরা বোলিং। রবিউল ইসলামের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে বিদেশে অনুষ্ঠিত টেস্টে টানা ২ ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।
গতকাল ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিনের প্রথম সেশনেই অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার গুভমান গিল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিং ভিত নাড়িয়ে দিয়েছিলেন হাসান। দ্বিতীয় সেশনে ফেরান বড় ইনিংস খেলার আভাস দেওয়া উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে।
আজ দ্বিতীয় দিনে ভারতীয় তারকা পেস বোলার জসপ্রিত বুমরাহকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নেন হাসান মাহমুদ।
ক্যারিয়ারে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা হাসানের দুর্দান্ত বোলিং দেখে প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে ও সঞ্জয় মাঞ্জরেকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঞ্জরেকার হাসানকে নিয়ে লিখেছেন- ‘হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি। আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে। বোলার হিসেবে সে শক্তিশালী, নিখুঁত। সে এমন এক লাইনে বল করে, যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে।
হার্শা ভোগলে হাসানকে নিয়ে লিখেছেন, ‘হাসান মাহমুদের বোলিং খুবই চিত্তাকর্ষক। এ ধরনের কন্ডিশনের জন্য যথাযথ বোলার। গতি ঠিকঠাক এবং দুই দিকেই বল সুইং করাতে পারে। তার এই তেজ কতক্ষণ স্থায়ী হয়, তা দেখা আকর্ষণীয় ব্যাপার হবে।’