Logo
Logo
×

খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে চেন্নাইয়ে যে কীর্তি গড়লেন হাসান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে চেন্নাইয়ে যে কীর্তি গড়লেন হাসান

হাসান মাহমুদ

ব্যাক টু ব্যাক ফাইফার হাসান মাহমুদের। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পর এবার ভারতের চেন্নাইয়ে। যেখানেই যাচ্ছেন গতি আর সুইংয়ের জাদু দেখাচ্ছেন এই তারকা পেস বোলার।

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেন তরুণ এই তারকা। এর আগে ইন্দোরে আবু জায়েদ রাহী ১০৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। এতদিন এটাই ছিল ভারতে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার। তাকে ছাড়িয়ে গিয়ে সবার ওপরে নিজের নাম লেখালেন হাসান মাহমুদ।

চেন্নাইয়ে ২০১৩ সালের পর কোনো ফাস্ট বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন নিয়েছিলেন ভারতের ৫ উইকেট।

গতকাল বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনই ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, বিরাট কোহলিকে ফিরিয়ে অবাক করেছিলেন। হাসানের সুইং আর স্মার্ট বোলিং দেখে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে তুলনা করেছেন অনেকে।

তবে হাসান মাহমুদ তুলনাতে বিশ্বাসী নন। এ নিয়ে মাত্র ৪ টেস্ট খেলছেন। ইতোমধ্যে ১৯ উইকেট তার ঝুলিতে। মাত্রই টেস্ট ক্রিকেটে পথচলা শুরু। যেতে হবে আরও বহুদূর। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম