Logo
Logo
×

খেলা

কোহলির ভুলে যাওয়ার মতো প্রত্যাবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

কোহলির ভুলে যাওয়ার মতো প্রত্যাবর্তন

বিরাট কোহলি/সংগৃহীত

গত জানুয়ারির পর আর টেস্ট খেলা হয়নি বিরাট কোহলির। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবার সাদা পোশাকে ফিরলেন তিনি। কিন্তু ফেরাটা তেমন সুখকর হলো না। চেন্নাই টেস্টে ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি।

প্রথম ইনিংসে হাসান মাহমুদ ঝড়ে কাটা পড়েছিলেন ৬ রানে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন। কিন্তু মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে এবারও কুড়িতেই শেষ হলো তার ইনিংস। ১৭ রান করে মিরাজের লেগ বিফোরের ফাঁদে পড়েছেন তিনি।

যেহেতু লম্বা বিরতির পর টেস্টে ফেরা, তাই নিজেকে ভালোভাবে প্রস্তুত করা প্রয়োজন ছিল কোহলির। কিন্তু বাংলাদেশ সিরিজের আগে দলের অন্য খেলোয়াড়রা দুলিপ ট্রফিতে খেলে নিজেদের প্রস্তুত করলেও সে টুর্নামেন্টে অংশ নেননি কোহলি এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আর সে ‘প্রস্তুতির ঘাটতি’তেই যেন শেষ পর্যন্ত ব্যর্থ হলেন ভারতের সবচেয়ে সিনিয়র দুই ব্যাটার। চেন্নাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিত করেছেন ১১ রান, আর কোহলির ব্যাটে এসেছে ২৩ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২২.১ ওভারে ৩ উইকেটে ৮০। তাদের লিড পৌঁছে গেছে ৩০৭ রানে।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম