Logo
Logo
×

খেলা

চেন্নাই টেস্টে ব্যর্থ, নেটিজেনদের তোপের মুখে রোহিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

চেন্নাই টেস্টে ব্যর্থ, নেটিজেনদের তোপের মুখে রোহিত

রোহিত শর্মা/সংগৃহীত

চেন্নাই টেস্টটা ভুলে যেতে পারলেই যেন বেঁচে যান রোহিত শর্মা। ভারত এই টেস্ট জিতে গেলে হয়ত কিছুটা স্বস্তি পাবেন। তবে যদি কোনক্রমে জয় হাতছাড়া হয়ে যায়, ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে তাকে। টেস্টের দুই ইনিংসেই যে ব্যাট হাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন রোহিত।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছিলেন রোহিত। সেদিন ৬ রানে সাঙ্গ হয় তার ইনিংস। দ্বিতীয় ইনিংসে সেই একই কায়দায় আউট হলেন তাসকিন আহমেদের বলে। এবার তার ব্যাটে এল ৫ রান। দুই ইনিংসে রান সাকুল্যে ১১।

রোহিতের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটভক্তরা। তারা নানাভাবে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন।

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিকে ইঙ্গিত করেন তিনি।

ভারত সিরিজের আগে দুলিপ ট্রফি খেলে দলের অন্য খেলোয়াড়রা অনুশীলন সারেন। তবে সে টুর্নামেন্টে অংশ নেননি রোহিত এবং কোহলি। এর ফলে অনুশীলনের ঘাটতিতেই এমন হতশ্রী পারফরম্যান্স কিনা সে প্রশ্ন রেখেছেন আরেক নেটিজেন।

প্রসঙ্গত, চেন্নাই টেস্টে ২২৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও ২৮ রানের মধ্যেই দুই ওপেনার রোহিত ও যশস্বী জয়সওয়ালকে হারিয়েছে ভারত। এখন শুভমান গিল এবং বিরাট কোহলির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভারে ২ উইকেটে ৫৭।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম