Logo
Logo
×

খেলা

ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করলেন নাওয়াজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করলেন নাওয়াজ

নাওয়াজ

বর্তমানে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে ব্যস্ত সময় কাটছে মোহাম্মদ নাওয়াজের। আর এর মধ্যেই ভক্তদের সুখবর দিয়েছেন পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি ভক্তদের জানিয়েছেন, দ্বিতীয়বার বাবা হয়েছেন তিনি।

ফেরার পণ করলেন বলেকয়ে ছক্কা হাঁকানো আসিফ আলী

সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন নাওয়াজ। যা ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের জানিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমরা একটি কন্যা সন্তান পেয়েছি।’ হাসপাতাল থেকে একটি ছবিও শেয়ার করেছেন নাওয়াজ। যেখানে তাকে হাসপাতালের পোশাক পরা অবস্থায় দেখা গেছে।

নাওয়াজ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার ইজদিহারকে বিয়ে করেন। ২০২০ সালে তাদের প্রথম সন্তান জন্ম লাভ করে। সেবার পুত্র সন্তানের বাবা হন নাওয়াজ। আর এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। 

সম্প্রতি, পাকিস্তান-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট চলাকালীন বাবা হয়েছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। তিনিও কন্যা সন্তানের বাবা হয়েছেন। যার নাম আলিয়ার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম