আশার প্রদীপ নিভিয়ে ফিরলেন লিটন-সাকিব, পথ হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
বাংলাদেশ-ভারত টেস্ট
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৪০ রানেই খুইয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ।
সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে দলীয় শত রানের আগেই উইকেট বিলিয়ে দিয়ে সেই স্বপ্ন যাত্রা থামান লিটন ও সাকিব। ৯২ রানে সপ্তম উইকেটের পতন হয় বাংলাদেশের।
এর আগে, ভারতকে ৩৭৬ রানে থামিয়ে দ্বিতীয় দিনের সকালেই ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ব্যাটিং করতে নেমে বেশ বিপদেই পড়ে বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। তাসের ঘরের মতো ধ্বসে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।
লাঞ্চের আগে ২২ রানে ৩ উইকেট হারানোর পর লাঞ্চ থেকে ফিরেই সাজঘরের পথ ধরতে হয়েছে অধিনায়ক নাজমুল ইসলাম শান্তকে। খানিক পর ফিরে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তাতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৪০ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের।
সেখান থেকে দলের হাল ধরেন সাকিব ও লিটন। এই জুটি পঞ্চম রান পেরোনোর পর ভাঙে জুটি। জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২২ রানে ফেরেন লিটন। খানিক পর জাদেজার দ্বিতীয় শিকার হন ৩২ রানের ইনিংস খেলা সাকিব। তাতে দলীয় শত রানের আগেই ৭ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ফলোঅন এড়াতে ১৭৭ করতে হবে বাংলাদেশকে।