Logo
Logo
×

খেলা

ফেরার পণ করলেন বলেকয়ে ছক্কা হাঁকানো আসিফ আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

ফেরার পণ করলেন বলেকয়ে ছক্কা হাঁকানো আসিফ আলী

আসিফ আলী

পাওয়ার হিটিংয়ে বেশ খ্যাতি কুড়িয়েছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসিফ আলী। এক সময় বোলারদের বলেকয়ে বিশাল সব ছক্কা হাঁকাতে পারতেন তিনি। তবে এখন ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে অনেক দূরে অবস্থান করছেন। জাতীয় দল থেকে দূরে থাকলেও আসিফ এখনও স্বপ্ন দেখেন ফেরার। এবার সেই পণ করেই নিজেকে প্রস্তুত করছেন আসিফ।

ঘরের মাটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা সাফল্য পেতে চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ আয়োজন করেছে পিসিবি। যা বর্তমানে পাঁচটি দল নিয়ে চলমান রয়েছে। সেখানেই ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন আসিফ আলী। দিচ্ছেন জাতীয় দলে ফেরার বার্তা।

বাবর-আফ্রিদিদের সম্পর্কোন্নয়নে বিশেষ ক্যাম্প

তবে জাতীয় দল থেকে বাদ পড়া নিয়েও কথা বলেছেন আসিফ। জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ৪ নম্বরে ব্যাটিং করে নজর কাড়লেও জাতীয় দলে তাকে ৬ নম্বরে ব্যাটিং করতে হয়েছে। যার প্রভাব পড়েছিল তার পারফরম্যান্সে। এবার তাই নিজেকে প্রস্তুত করেই জাতীয় দলে যেতে চান তিনি।

আসিফ বলেন, ‘৪ নং থেকে ৬ নম্বরে উত্তরণ সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আপনার অবস্থানের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন স্বাভাবিকভাবে ওপরে খেলতে অভ্যস্ত হন, তখন আন্তর্জাতিক স্তরে নিচে খেলা কঠিন।’

সম্প্রতি চ্যাম্পিয়নস কাপ ওয়ানডে-তে ফিফটির দেখা পেয়েছেন আসিফ। যা তাকে স্বপ্ন দেখাচ্ছে জাতীয় দলে ফেরার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম