তাসকিন আহমেদ
প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলারদের নাভিশ্বাস উঠান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। এই দুজনকেই দ্বিতীয় দিনে নিজের শিকার বানিয়েছেন তাসকিন আহমেদ। ৮৬ রানে জাদেজাকে ফেরানোর পর অশ্বিনকে ১১৩ রানে সাজঘরের পথ ধরিয়েছেন তাসকিন। তাতে ১৭৪ রানে ৯ উইকেট পড়েছে ভারতের।
চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে সেঞ্চুরির স্বপ্ন দেখছিলেন জাদেজা। তবে তার সেই স্বপ্নের ইতি ঘটিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে কোনো রান যোগ না করেই ফিরতে হয়েছে জাদেজাকে। ৮৬ রানে থেমেছেন এই ব্যাটার। এরপর ফেরানোর সুযোগ ছিল আকাশদীপ সিংকেও। তবে তাসকিনের বলে তার আকাশে তুলে দেওয়া সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি সাকিব আল হাসান।
এর আগে, চেন্নাই টেস্টের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারায় ভারত। সেখান থেকে ১৪৪ রানে ৬ উইকেট হারায় দলটি।
এরপর সেখান থেকে ঘুরে দাড়িয়ে প্রথম দিনে ১৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ৩৩৯ রানে নিয়ে যান অশ্বিন-জাদেজা। শেষ করেন দিনের খেলা। সেই তিনি দ্বিতীয় দিনেও স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে এদিন শুরুতেই ধাক্কা দিয়েছেন তাসকিন। তুলে নিয়েছেন জাদেজার উইকেট।