Logo
Logo
×

খেলা

বাংলাদেশের যেই কাজ মানতে পারছেন না ভোগলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

বাংলাদেশের যেই কাজ মানতে পারছেন না ভোগলে

হার্শা ভোগলে

চেন্নাই টেস্টের প্রথম দিনটা হতে পারত বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের নাকের ডগা থেকে দিনটা কেড়ে নিয়েছেন ভারতের দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ১৯৫ রানের জুটিতে সংগ্রহটাকে ৬ উইকেটে ৩৩৯ রানে নিয়ে গেছে। অবস্থান করছে চেন্নাই টেস্টের ড্রাইভিং সিটে।

তবে এর থেকেই বড় যেই সমস্যাটা করেছে বাংলাদেশ; সেটা হলো- টেস্টে সাধারণত একদিনে যেখানে ৯০ ওভার খেলা হয়। সেখানে মাত্র ৮০ ওভার বল করেছে বাংলাদেশ। যা কোনোভাবেই মানতে পারছেন না ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বাংলাদেশের স্লো বোলিং নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ভোগলে।

দ্বিতীয় দিনে যেই পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

এক্সে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ৮০ ওভারের চেয়ে কম বোলিং করেছে। যদিও ৩০ মিনিট বাড়তি দেওয়া হয়েছিল। এটা মেনে নেওয়ার মতো না।’

কেবল হার্শা ভোগলের বিরক্তি প্রকাশই না। সম্পূর্ণ দিন খেলা হওয়ার পরও নির্ধারিত ওভার শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। কেননা, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনেও বলা হয়েছে, ‘যত ওভার পেনাল্টি দেওয়া হবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তত পয়েন্ট দলটির থেকে কেটে নেওয়া হবে।’ 

বর্তমানে ৪৫.৮৩ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে রয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে এশিয়ার দলটির পয়েন্ট ৩৩। ভারতের বিপক্ষে টেস্টটি বাংলাদেশের এই চক্রে সপ্তম টেস্ট। কাজেই স্লো ওভার রেটের শাস্তি পেতে পারে বাংলাদেশ।

এদিকে চেন্নাই টেস্টের প্রথম দিনের ৮০ ওভারের মধ্যে ৫০ ওভারই করেছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা করেছেন ১৮, ১৫ ও ১৭ ওভার। যেখানে হাসান ৫৮ রানে ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। স্পিনারদের ৩০ ওভারের মধ্যে সাকিব করেছেন ২১ ওভার। তবে কোনো উইকেট পাননি।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম