Logo
Logo
×

খেলা

স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর আর নেই

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বিমল কর আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুকালে বিমল করের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন।

বিমল করের মেয়ে অভিনেত্রী জয়শ্রী কর জয়া জানান, সিএমএইচে গত চারমাস ধরে ভর্তি ছিলেন বিমল কর। বার্ধক্যের নানা জটিলতার সঙ্গে শেষের দিকে নিউমোনিয়ায় আক্রন্ত হন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মাঠে গার্ড অব অনার শেষে শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জয়া।

১৯৩৭ সালের ৯ জুন ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন বিমল কর। রোহিনী কর ও হিরন্ময়ী করের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি।

বিমল কর স্বাধীন বাংলা ফুটবল দল, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি ও চট্টগ্রাম রেফারিজ ইউনিয়নের সদস্য ছিলেন। ফেনী ও বৃহত্তর নোয়াখালী জেলাসহ মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্সের হয়েও তিনি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম