Logo
Logo
×

খেলা

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর

বিমল কর

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বিমল কর। বৃহস্পতিবার রাজধানী ঢাকায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বেশ কিছুদিন ধরেই বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

বিমল কর স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন। এর বাইরে ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন তিনি। খেলেছেন ভিক্টোরিয়ার হয়েও।

স্বাধীনতা পরবর্তীতে নিজ জেলা চট্টগ্রামে ফিরে চট্টগ্রাম মোহামেডানে খেলেন বিমল কর। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। তবে গত বছর চারেক সন্তানদের সঙ্গে ঢাকাতেই থেকেছেন বিমল। 

বিমল করের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিমল কর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম