Logo
Logo
×

খেলা

চেন্নাইয়ের মাটিতে ৪২ বছর পর যেই সাহস দেখালেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ এএম

চেন্নাইয়ের মাটিতে ৪২ বছর পর যেই সাহস দেখালেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

ভারতের চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকে স্পিনাররা। স্বাভাবিকভাবেই তাই একাদশে প্রাধান্য থাকে স্পিনারদের। স্পিনারদের দাপটে এখানে চতুর্থ ইনিংসে ব্যাট করা প্রায় দুঃসাধ্যে পরিণত হয়। 

এই অবস্থায় টস জিতে আগে ব্যাট করাটাই যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছিল চেন্নাই টেস্টে। যেই নিয়ম গত ৪২ বছর ধরে পালন করে আসছিল এই মাঠে খেলা টেস্ট অধিনায়করা। তবে এবার সেই নিয়ম ভেঙে দেওয়ার সাহস দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। একাদশ সাজিয়েছেন তিন পেসার ও দুই স্পিনার দিয়ে।

পেস আক্রমণে জোর বাংলাদেশ-ভারতের, যেমন হলো একাদশ

যা ঘটল ১৯৮২ সালের পর প্রথমবার। এর আগে ১৯৮২ সালে টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড অধিনায়ক কিথ ফ্লেচার। যেই ম্যাচটি তারা শেষ করেছিল ড্র’য়ে। 

এরপর থেকে চেন্নাইয়ে হওয়া ২১টি টেস্টে কখনোই টসে জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেনি কোনো অধিনায়ক। যেই সাহস এবার দেখিয়েছেন শান্ত। এখন টস ভাগ্যের মতো ম্যাচ ভাগ্য হাসলেই হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম