Logo
Logo
×

খেলা

পেস আক্রমণে জোর বাংলাদেশ-ভারতের, যেমন হলো একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

পেস আক্রমণে জোর বাংলাদেশ-ভারতের, যেমন হলো একাদশ

বাংলাদেশ-ভারত টেস্ট

ভারতের চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকে স্পিনাররা। স্বাভাবিকভাবেই তাই একাদশে প্রাধান্য থাকে স্পিনারদের। তবে এবার, বাংলাদেশ-ভারত টেস্টে দেখা গেল তার উল্টো চিত্র। দুদলই তাদের একাদশ সাজিয়েছে পেস আক্রমণে ভরসা রেখে। দুদলের একাদশেই নেই বিশেষজ্ঞ কোনো স্পিনার। স্পিনিং অলরাউন্ডারেই ভারসা রাখছে দুদল।

এর আগে, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তিনি বলেন, কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান তিনি। আর এক্ষেত্রে বাংলাদেশ ভরসা রেখেছে পাকিস্তানকে হারানো সবশেষ ম্যাচের একাদশে। যে কারণে প্রথমবার স্কোয়াডে ডাক পাওয়া জাকের আলীর অপেক্ষা বাড়ছে টেস্ট অভিষেকের।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ সিং, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম