Logo
Logo
×

খেলা

ইতালির কিংবদন্তি ফুটবলার শিলাচি আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

ইতালির কিংবদন্তি ফুটবলার শিলাচি আর নেই

সালভাতর ‘তোতো’ শিলাচি

১৯৯০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও ইতালির সাবেক স্ট্রাইকার সালভাতর ‘তোতো’ শিলাচি আজ ৫৯ বছর বয়সে মারা গেছেন।

শিলাচির সাবেক ক্লাব জুভেন্টাস সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, ‘আমরা তার খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, বিদায় তোতো, ধন্যবাদ।’

১৯৯০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করে অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে তারকা বনে গিয়েছিলেন শিলাচি। 

ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

১৯৮২ সালে মেসিনার হয়ে শিলাচির পেশাদার ক্লাব ক্যারিয়ারের শুরু। সেখানে সাত মৌসুম কাটিয়ে ১৯৮৯ সালে যোগ দেন জুভেন্টাসে। সেখানে তিন মৌসুম খেলার পর ১৯৯২ সালে যোগ দেন ইন্টার মিলানে। ১৯৯৪ সালে ইতালি ছেড়ে উড়াল দেন জাপানের পেশাদার ফুটবলে। সেখানে জে১ লিগের দল জুবিলো আইওয়াতার হয়ে খেলেছেন চার মৌসুম।

১৯৯০ বিশ্বকাপে শিলাচির স্মরণীয় সেই পারফরম্যান্সের কারণে সেমিফাইনালে উঠেছিল ইতালি। টাইব্রেকারে হেরে যায় ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম