Logo
Logo
×

খেলা

‘আমরা কাউকে ভয় করি না, সম্মান করি- বাংলাদেশের ক্ষেত্রেও তাই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

‘আমরা কাউকে ভয় করি না, সম্মান করি- বাংলাদেশের ক্ষেত্রেও তাই’

বাংলাদেশ-ভারত ম্যাচ

ক্রিকেট বিশ্বের এ সময়ের সবচেয়ে প্রভাবশালী তিনটি দল হলো- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিন দলের বিপক্ষে খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয় না বাংলাদেশের। 

২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মাত্র ১৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই ১৩ বারের দেখায় আধিপত্য বিস্তার করেছে ভারতই। একটি টেস্টেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

তবে চলতি মাসে পাকিস্তানের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের ঐতিহাসিক সেই সিরিজ জয়ের পর কদর অনেকটা বেড়েছে। 

এশিয়ার প্রভাবশালী দল ভারতও টাইগারদের নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আগামীকাল চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সিরিজ শুরুর আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, ‘একটা জিনিস আমি খুব বিশ্বাস করি যে, আমরা কাউকে ভয় করি না। তবে সম্মান করি। বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। প্রতিপক্ষ কারা সেটা আমরা চিন্তা করি না। কিভাবে খেলতে হবে, সেটা আমরা ভালো করেই জানি।’

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম