বাংলাদেশ সিরিজের আগে ফের অবসর নিয়ে কথা বললেন অশ্বিন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
রবিচন্দ্রন অশ্বিন/ফাইল ছবি
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বয়স এখন ৩৭। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা অশ্বিনকে তাই উঠতে-বসতে তার অবসর নিয়ে সংবাদকর্মীদের কৌতূহল মেটাতে হচ্ছে। কয়েকদিন পরেই বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ শুরু, সে সিরিজের আগে ফের তাকে অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো।
আগেরবার বলেছিলেন, টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী অনীল কুম্বলের রেকর্ড (৬১৯ উইকেট) ভাঙতে চান না তিনি। সে রেকর্ড ভাঙার ঠিক আগেই অবসর নিয়ে ফেলবেন। এবারও সে প্রসঙ্গ টেনে জবাব দেওয়ার চেষ্টা করেছেন অশ্বিন, ‘আমি নিজের জন্য কোন লক্ষ্য নির্ধারণ করিনি। অনীল (কুম্বলে) ভাই চান আমি তার রেকর্ড ভেঙ্গে দিই, তবে আমি আপাতত হাসিখুশি দিন কাটানোতে মনযোগী। আমি লক্ষ্য নির্ধারণ করে খেলার প্রতি আমার ভালোবাসাকে হারাতে চাই না।’
ইউটিউবার বিমল কুমারের চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিনকে অবসর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দেওয়াই সমীচীন বোধ করেছেন তিনি, ‘আমি শুধু আজকে কী করব সেটা নিয়েই ভাবতে চাই। কারণ বয়স হয়ে গেলে প্রত্যেকদিনই একটু বাড়তি পরিশ্রম করতে হয়। যেদিন আমার মনে হবে, আমার আর (খেলায়) উন্নতি আনার ইচ্ছে নেই, সেদিন আমি ছেড়ে দেব।’
এর আগে এক সাক্ষাৎকারে ২০১৮-২০২০ সময়কাল বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছিলেন অশ্বিন। সে সময় অবসর নেওয়ার কথাও জোর দিয়ে ভেবেছিলেন। তবে প্রতিকূল সে সময় পেরিয়ে অশ্বিন আবার ‘হ্যাপি স্পেসে’ ফিরেছেন। আবার মনখুলে উপভোগ করছেন মাঠের খেলা। বাংলাদেশের বিপক্ষ টেস্ট সিরিজে ভারতের তুরুপের তাস হতে পারেন এই বর্ষীয়ান স্পিনার।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট।