Logo
Logo
×

খেলা

ভুবনেশ্বরকে ছাড়িয়ে আমির, সামনে নারিন-সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

ভুবনেশ্বরকে ছাড়িয়ে আমির, সামনে নারিন-সাকিব

মোহাম্মদ আমির/সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তৃতীয় সর্বোচ্চ মেডেন ওভার করার কীর্তি এখন তার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ২৫তম মেডেন ওভার করেছেন আমির। ছাড়িয়ে গেছেন ২৪ মেডেন ওভার করা ভারতের ভুবনেশ্বর কুমারকে।

সর্বোচ্চ মেডেন ওভার করার দিক দিয়ে আমিরের সামনে রয়েছেন সাকিব আল হাসান। তার মেডেন ওভারের সংখ্যা ২৬। ৩০ মেডেন ওভার নিয়ে শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান স্পিনিং অলরাউন্ডার সুনীল নারিন।

টি-টোয়েন্টিতে দাপিয়ে বেড়াচ্ছেন আমির। ৩২ বছর বয়সেও তার আগুনে বোলিং ঈর্ষণীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০২ ম্যাচে ৩৪৭ উইকেট নিয়েছেন তিনি। চলতি সিপিএলে তার এখন পর্যন্ত ৭ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট।

পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমির। ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের উইকেট ঝুলিতে পুরে পাকিস্তানকে জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন। সেবার ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা ঘুরে তুলেছিল পাকিস্তান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম