Logo
Logo
×

খেলা

সিংহের ডেরায় বাঘিনীদের গর্জন, সিরিজ বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

সিংহের ডেরায় বাঘিনীদের গর্জন, সিরিজ বাংলাদেশের

বাংলাদেশ-শ্রীলংকা

শ্রীলংকায় স্বাগতিকদের বিপক্ষে হ্যাটট্রিক জয় তুলেছে বাংলাদেশ নারী এ দল। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-০তে এগিয়ে বাংলাদেশ। অর্থাৎ ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাঘিনীরা।

রোববার সিরিজ নিশ্চিত করার ম্যাচে ১০ রানের জয় পেয়েছে রাবেয়া খানরা। তার আগে প্রথম ম্যাচে ৭ উইকেট ও দ্বিতীয়টিতে ১০৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এমন দাপুটে সিরিজ জয়ে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিয়ে রাখল বাংলাদেশ।

ভারতের বিমান ধরার আগে যে লক্ষ্যের কথা জানালেন শান্ত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের কথা বলা হলেও মূলত, এটিই বিশ্বকাপের ছায়া দল। যেই দলে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। 

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি গড়েছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন দিলারা আক্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম