Logo
Logo
×

খেলা

ভারত সিরিজেই রানে ফিরবেন সাকিব, বিশ্বাস শান্তর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পিএম

ভারত সিরিজেই রানে ফিরবেন সাকিব, বিশ্বাস শান্তর

সাকিব ও শান্ত

লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান খরায় ভুগছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সিরিজেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচের জন্য খেলতে গিয়ে বল হাতে দ্রুতি ছড়ালেও ব্যাট হাতে ছিলেন ম্লান। সাকিবের ব্যাটিং নিয়ে তাই চিন্তিত হতেই হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিশ্বাস আছে সাকিবের প্রতি।

ভারতের বিমান ধরার আগে যে লক্ষ্যের কথা জানালেন শান্ত

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট সামনে রেখে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব ভারতে দলের সঙ্গে যোগ দেবেন যুক্তরাজ্য থেকে। তার আগে সাকিবের ব্যাটিং নিয়ে বিমানবন্দরে কথা বলেছেন শান্ত। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন তিনি।

সাকিবের ব্যাটে রান খরা নিয়ে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের কাছ থেকে আগে যা প্রত্যাশা করতাম, এবারও তাই করছি। এটা ঠিক যে, তিনি হয়তো ব্যাটিংয়ে রান করতে পারেননি। তবে, আমি আশা করছি, হয়তো এই সিরিজেই তিনি ভালো কিছু করবেন।’

নাহিদ ঝড়- সামলাতে ভারতের অভিনব কৌশল

এর আগে, সাকিবের রান খরা নিয়ে কথা বলেছেন নির্বাচক হান্নান সরকার। বলেন, ‘সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। যেটা আমি বললাম, ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব ফর্মে নেই। তবে টেস্ট ক্রিকেটে একটা বিষয় কী, ফর্মে ফেরার সময় থাকে। টি-টোয়েন্টি, ওয়ানডেতে হয়তো সেই সময়টা থাকে না। ব্যাটসম্যানদের রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্টে সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, ফর্মটা ফিরে আসবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম