Logo
Logo
×

খেলা

মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনলেন বাসিত আলি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম

মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনলেন বাসিত আলি

শোয়েব মালিক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের ওপর ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলি। এমন একজনের হাতে পিসিবি কেন ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপের’ মেন্টরের দায়িত্ব ভার দিয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ তার কাছে আছে বলেও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

শোয়েবের ম্যাচ ফিক্সিং নিয়ে বাসিত বলেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’

ভারত সিরিজে দেখা মিলবে ভিন্ন তামিমের

ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার খোঁজে পেতে চ্যাম্পিয়ন ওয়ানডে কাপের আয়োজন করেছে পিসিবি। যেখানে একটি দলের মেন্টর শোয়েব মালিক। যেই দলটিতে পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম থাকলেও তাকে নেতৃত্ব দেওয়া হয়নি। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে শোয়েব বেছে নিয়েছেন মোহাম্মদ হারিসকে। যা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত।

পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিত বলেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম