Logo
Logo
×

খেলা

দুঃসময়ে বাবরকে যে পরামর্শ দিলেন মঈন খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

দুঃসময়ে বাবরকে যে পরামর্শ দিলেন মঈন খান

বাবর ও মঈন খান

ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। দলটির তারকা ব্যাটার বাবর আজম নিজের যাচ্ছেন বাজে সময়ের মধ্যে দিয়ে। ব্যাট হাতে তেমন একটা রানের দেখা পাচ্ছেন না তিনি। শোনতে হচ্ছে সমালোচনা। এই অবস্থায় বাবরকে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মঈন খান।

বাবর আজমকে নিয়ে মঈন খান বলেন, ‘কোন সন্দেহ নেই, বাবর আজম একজন অসাধারণ ক্রিকেটার। কিন্তু তার নেতৃত্বে পাকিস্তান কোন বড় ইভেন্ট জিততে পারেনি এবং এটি অবশ্যই তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।’

সাম্প্রতিক বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে মঈন বলেন, ‘বিশ্বকাপে, পাকিস্তানের পারফরম্যান্স এতটাই নিন্মমানের ছিল যে আমরা প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলাম। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দল, প্রথম বিশ্বকাপ খেলেও আমাদের পরাজিত করেছিল। আমরা ভারতের বিপক্ষে একটি মাঝারি টার্গেট তাড়া করতে পারিনি।’

বিশ্বকাপ ভরাডুবির পর থেকেই কঠিন সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানকে। যা চাপে ফেলছে দলটির ক্রিকেটারদের। বাবর আজম নিজেও পাচ্ছেন না রানের দেখা। এই অবস্থায় তাই ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানের হয়ে ৬৯টি টেস্ট ও ২১৯টি ওয়ানডে খেলার অভিজ্ঞতার আলোকে মঈন বলেন, ‘আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে সবসময় চাপ বাড়তি থাকে। হারের পরে আপনাকে শক্তিশালী প্রত্যাবর্তন করতে হবে। দুর্ভাগ্যবশত, সমালোচকদের চুপ করার জন্য বাবর অসাধারণ পারফরম্যান্স করতে পারেননি। মাঠই একমাত্র জায়গা যেখানে আপনি ভাল খেলে আপনার যোগ্যতা দেখাতে পারেন। বাবরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে এবং সমালোচনাকে ইতিবাচকভাবে নিতে হবে; অন্যথায়, সে সমস্যায় ডুবে থাকবে এবং পারফর্ম করতে পারবে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম