Logo
Logo
×

খেলা

বাংলাদেশ সিরিজের আগেই সুখবর পেলেন কোহলি-রোহিতরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম

বাংলাদেশ সিরিজের আগেই সুখবর পেলেন কোহলি-রোহিতরা

বিরাট কোহলি-রোহিত শর্মা

আগামী সপ্তাহে চেন্নাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই সুখবর পেলেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। বুধবার আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। 

টেস্ট ব়্যাংকিংয়ে উন্নতি হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তিনি একধাপ উপরে উঠে বর্তমানে ৫ নম্বরে অবস্থান করছেন। যশস্বী জসওয়াল একধাপ উন্নতি করে ছয় নম্বরে চলে এসেছেন। বিরাট কোহলি একধাপ উন্নতি করে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাতে অবস্থান করছেন। 

আগের মতোই টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন ইংলিশ তারকা জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। 

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ১১ নম্বরে অবস্থান করছেন। মোহাম্মদ রিজওয়ান রয়েছেন ৯ নম্বরে। শ্রীলংকার ধনঞ্জয়া ডি সিলভা ৩ ধাপ উঠে ১৩ নম্বরে রয়েছেন। ৪২ ধাপ উঠে ৩৯ নম্বরে রয়েছেন পাথুম নিশাঙ্কা। 

আগের মতোই টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। জশ হ্যাজল উডের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রিত বুমরাহ। রবীন্দ্র জাদেজা রয়েছেন বোলারদের তালিকায় ৭ নম্বরে। শ্রীলংকার অসিথা ফার্নান্ডো ৩ ধাপ নেমে গিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। ১০ নম্বরে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ২২ নম্বরে রয়েছেন। 

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন যথাক্রমে দুই ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। চারে রয়েছেন জো রুট। ছয় নম্বরে অবস্থান করছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত সিরিজ ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম