Logo
Logo
×

খেলা

বাবর-মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, যা ভাবছেন দুই কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

বাবর-মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, যা ভাবছেন দুই কোচ

গিলেস্পি ও কারস্টেন

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে। তবে সেই ভার বহন করতে পারেননি বাবর। তার দল যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই। এমন ব্যর্থতার পর কাঠগড়ায় বাবর আজমের নেতৃত্ব। এতো গেল সাদা বলের নেতৃত্বের কথা। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রশ্নের মুখে পড়েছে লাল বলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বও।

তাদের মতোই চাপে আছেন দুই ফরম্যাটের দুই কোচ গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে ব্যর্থ হওয়ায় তাদের ওপর চাপ বাড়ছে। কঠোর সমালোচিত হতে হচ্ছে তাদের। তবে এই সমালোচনাটা বেশি হচ্ছে ক্রিকেটারদের নিয়েই। এই পরিস্থিতিতে দাবি উঠেছে এই দুই অধিনায়ককে সরিয়ে দিয়ে মোহাম্মদ রিজওয়ানকে তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক করার।

এসব নিয়েই পিসিবির সঙ্গে আলোচনায় বসেছিলেন দুই কোচ গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি। তবে সেই আলোচনায় তারা বর্তমান দুই অধিনায়ককে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে পিসিবি সূত্রে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বোর্ডের সূত্রের বরাতে পিটিআই বলেছে, ‘অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে কোনো আলোচনাই হয়নি। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তের ভার দুই কোচ ও নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন। শান মাসুদ ও বাবর আজম কেমন অধিনায়ক সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে তাদের লম্বা সময় দেওয়ার বিষয়ে দুই কোচ একমত।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম