নির্বাচক রাজ্জাক এবার খেলবেন যুক্তরাষ্ট্রের লিগে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
রাজ্জাক
গত বছর লিজেন্ডস লিগ মাতিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আবদুর রাজ্জাক। এবার তাকে দলে টেনেছে যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দল ডেট্রয়েট ফ্যালকনস। রাজ্জাককে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৬ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে। যেখানে রাজ্জাকসহ আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
রাজ্জাক দেশের হয়ে ১৩টি টেস্ট ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বাঁহাতি এ স্পিনার দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২০৭টি উইকেট শিকার করেছেন। দেশের হয়ে সবশেষ খেলেছেন ২০১৮ সালে। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও লিজেন্সস ক্রিকেটে এখনও বেশ কদর আছে তার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর। যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন রাজ্জাক।