Logo
Logo
×

খেলা

পাকিস্তানের জন্য গম্ভীরের মতো কোচ চান কানেরিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

পাকিস্তানের জন্য গম্ভীরের মতো কোচ চান কানেরিয়া

কানেরিয়া

ব্যর্থতাকে সাফল্যে রূপ দিতে সাদা ও লাল বলে আলাদা কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান। সাদা বলে গ্যারি কারস্টেন ও লাল বলের কোচ করা হয়েছে জেসন গিলেস্পিকে। এমন খ্যাতিমান দুই কোচের অধীনেও ব্যর্থ পাকিস্তান। সাফল্য তো পাচ্ছেই না বরং একের পর এক ব্যর্থতায় ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে দলটিকে। 

এ অবস্থায় ঘুরে দাঁড়াতে পাকিস্তানের জন্য গৌতম গম্ভীরের মতো একজন কঠিন মানসিকতার কোচ চেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার দানেশ কানেরিয়া। তার মতে, গম্ভীরের মতো একজন কোচই পারে পাকিস্তানকে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে।

পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে কানেরিয়া বলেন, ‘কেন অন্য দলগুলো ভালো করছে? কেন ভারতীয় দল ভালো করছে। তাদের রাহুল দ্রাবিড় ছিল যে দলের সঙ্গে খুব ভালো কাজ করেছে। তাদের গৌতম গম্ভীর রয়েছে। দারুণ একজন ক্রিকেটার, দারুণ একজন ব্যক্তি।’

গম্ভীর সব সময়ই সোজাসাপ্টা কথা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। গম্ভীরের এমন গুণের প্রশংসা করে কানেরিয়া বলেন, ‘সে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, মুখের ওপর বলে দেয়। সে পেছনে ফিরে তাকায় না এবং পেছনে কথা বলে না। সে সামনাসামনি কথা বলে। এভাবেই থাকা উচিত। আপনাকে শক্ত হতে হবে এবং কঠিন ব্যক্তিত্ব থাকতে হবে। আপনাকে মুখের ওপর সিদ্ধান্ত নিতে হবে। পেছনে থেকে সিদ্ধান্ত নিলে হবে না।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম