Logo
Logo
×

খেলা

পাকিস্তানের পর এবার ভারতকে হারাতে মুখিয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

পাকিস্তানের পর এবার ভারতকে হারাতে মুখিয়ে বাংলাদেশ

অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন পেসার শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত মিশন দুয়ারে। চলতি মাসে দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। ভারত সফরকে সামনে রেখে রোববার (৮ সেপ্টেম্বর) অনুশীলন করেছে টাইগারদের।

অনুশীলনে যোগ দিয়ে তারকা পেসার শরিফুল ইসলাম বলেন, ভারত সফর নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ। বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখিয়ে দেওয়ার এই মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চান না তিনি, ‘ভারত টেস্টে পাকিস্তানের চেয়ে তুলনামূলক এগিয়ে থাকা দল। ওরা বড় একটা দল। আমার মনে হয় বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি, তাহলে বিশ্ব আমাদের দেখবে।’

ভারত সফরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শরিফুল যোগ করেন, ‘আমার মনে হয় ভারত সিরিজটা ভালো করলে আমাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব,  যেভাবে অনুশীলন করতেছি, সেভাবে ফল যেন আসে। আমরা চেষ্টা করব, আমরা যেন জয় দিয়ে শুরু করতে পারি। কারণ, আমরা একটা ভালো সিরিজ শেষ করেছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে...সেভাবে চেষ্টা করব।’

১৬ দফা দাবি নিয়ে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা

ভারতের বিপক্ষে নতুন এক চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে। শরিফুলরা কোকাবুরা বলে খেলে অভ্যস্ত হলেও ভারতে তাদের খেলতে হবে এসজি বলে। এসজি বলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ শরিফুলের কণ্ঠে, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে, আরও ভালো মতো নেব। বল যেহেতু একটা ফ্যাক্ট, আমরা খেলছি কোকাবুরা বলে। এখন খেলব এসজিতে--এটার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারব, ততই আমাদের জন্য ভালো। সুতরাং বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আমরা হয়তোবা ভালো একটা ফল পাব ইনশাল্লাহ।’

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্কে শুরু ২৭ সেপ্টেম্বর। ৬ অক্টোবর গোয়ালিয়রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর যথাক্রমে দিল্লি ও হায়দরাবাদে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম