মোহাম্মদ ইউসুফ ও শহীদ আফ্রিদি। ছবি: সংগৃহীত
প্রথমবার নানা হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার মেয়ে সম্প্রতি মা হয়েছেন। নানা হওয়ার পর পরিবার ও কাছের মানুষদের থেকে শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
সম্প্রতি ইউসুফের এক সময়ের সতীর্থ শহীদ আফ্রিদিও প্রথমবারের মতো নানা হয়েছেন। ক্রিকেটার শাহিন আফ্রিদির সঙ্গে বিয়ের পর পুত্র সন্তানের মা হয়েছেন আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদি।
আমাদের দেখে ক্রিকেট বিশ্ব হাসছে—মন্তব্য ইমরানের, বিব্রত আকরাম
শাহিন-আনশা দম্পতির ছেলের নাম রাখা হয়েছে আলি ইয়ার। নাতিকে কোলে নিয়ে আফ্রিদির প্রার্থনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইউসুফের নাতনির অবশ্য এখনো নাম রাখা হয়নি। পরিবারের সদস্যের আলোচনার ভিত্তিতে নাম রাখা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।