Logo
Logo
×

খেলা

স্ত্রীর হাত ধরে মোদির দলে নাম লেখালেন জাদেজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

স্ত্রীর হাত ধরে মোদির দলে নাম লেখালেন জাদেজা

ছবি : সংগৃহীত

ভারতের তারকা ক্রিকেটারদের রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়। কীর্তি আজাদ, মুহাম্মাদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর, হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা বাইশ গজের পাশাপাশি রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রবীন্দ্র জাদেজা। 

তবে বাকিদের তুলনায় তার রাজনীতিতে যোগ খানিকটা ব্যতিক্রমী। কেননা, বাকিরা ক্রিকেট থেকে অবসরের পরেই রাজনৈতিক শুরু করেছিলেন। আর জাদেজা ভারতীয় দলের সদস্য হিসাবে থাকাকালীনই রাজনীতিতে যোগ দিলেন। বলা যায়, জাদেজার হাত ধরে ভারতীয় ক্রিকেটে রাজনীতির অনুপ্রবেশ ঘটল।

রবীন্দ্র জাদেজা স্ত্রী রিভাবা আগে থেকেই জাদেজা গুজরাটের জামনগরে বিজেপি বিধায়ক। তারকা অলরাউন্ডারের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর তার স্ত্রী রিভাবা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন।

রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং এবং বোন নয়নাবা জাদেজা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। এবার বউয়ের পথ ধরে বিজেপিতে গেলেন রবীন্দ্র।
এক্স হ্যান্ডেলে রিভাবা নিজের এবং স্বামী রবীন্দ্র জাদেজার মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করেছেন। কয়েক দিন আগে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করে বিজেপি। 

রিভাবা জাদেজা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই সদস্যপদ অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন। 

জাদেজা যেহেতু বিজেপির সদস্য পদ গ্রহণ করলেন, তাই এবার গেরুয়া শিবিরের সঙ্গে একটা আলাদা যোগ তৈরি হলো তার। ২০১৯ সালে রিভাবা বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল রিভাবাকে প্রার্থী করে। আপ প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে এই আসনে বিজয়ী হয়েছিলেন জাদেজার স্ত্রী।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তারকা অলরাউন্ডার। এর পরপরই অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে টেস্ট ও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন জাদেজা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম