Logo
Logo
×

খেলা

পাকিস্তান ক্রিকেট ধ্বংসের জন্য যাদেরকে দায়ী করলেন রশিদ লতিফ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম

পাকিস্তান ক্রিকেট ধ্বংসের জন্য যাদেরকে দায়ী করলেন রশিদ লতিফ

পাকিস্তান ক্রিকেট দলের বাজে পারফর্ম্যান্স নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। দীর্ঘ বড় কোনো সিরোপার মুখ দেখেনি দেশটি। বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ায় বাবর আজমদের তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হতে হবে তা আগেই ধারণা করা হয়েছিল। এ তালিকায় নতুন করে যোগ দিয়েছেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

পাকিস্তান দল ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক লতিফ। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান জাকা আশরাফকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘আপনার বানানো পাকিস্তান দল ভেঙে পড়েছে। গত চার বছরে যারা (বোর্ডের) চেয়ারম্যান হয়েছেন, তারা সবাই পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করেছেন।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠতে ব্যর্থ হওয়ার দায়ভার নিয়ে টুর্নামেন্ট শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। তবে বাবর স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়েননি বলেই জানিয়েছেন লতিফ। তিনি বলেন, ‘বাবরকে সরিয়ে মাসুদকে টেস্ট অধিনায়ক বানালেন কে? পাকিস্তান দলে ভাঙন ধরিয়েছেন কে? দেশের ক্রিকেটের সঙ্কটকালে তিনি (জাকা আশরাফ) কী করছেন? শুধু সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন।’

জাকা আশরাফের কারণেই দলের ঐক্য নষ্ট হয়েছে জানিয়ে লতিফ আরও বলেন, ‘দল সাজানোর কাজ কার, জাকা আশরাফের নাকি মিসবাহ-উল-হকের (পিসিবির কারিগরি কমিটির প্রধান)? আশরাফই যদি সবকিছু করেন, নিজেই দল সাজিয়ে দেন, অধিনায়ক বানান, তাহলে (দল ব্যর্থ হলে) তিনি কাকে দায়ী করবেন—বাবর আজমকে? বাবরকে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে তিনি জোরজবরদস্তি করেছেন। এর পর থেকেই দলীয় সংহতি নষ্ট হতে শুরু করেছে। আপনিই নিজ স্বার্থে শান মাসুদকে অধিনায়ক বানিয়েছিলেন। আর এখন আপনার দল পুরোপুরি ভেঙে পড়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম