Logo
Logo
×

খেলা

আমরা অনেক ভুল করেছি: পাক অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

আমরা অনেক ভুল করেছি: পাক অধিনায়ক

ছবি : সংগৃহীত

পাকিস্তানের টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতায় বাবর আজমের কাছ থেকে অধিনায়কের দায়িত্ব গেল শান মাসুদের কাছে। দায়িত্ব নিয়ে নিজের প্রথম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টেই হারে পাকিস্তান।

সে সময় দলটি অস্ট্রেলিয়া বলে সমালোচনা তখন কমই হয়েছে। তবে পাকিস্তান এবার সিরিজ হেরেছে বাংলাদেশের বিপক্ষে, সেটাও ঘরের মাঠে। তাই সমর্থকদের তীব্র রোষানলে পড়েছে পাকিস্তান দল, গণমাধ্যমেও ধেয়ে আসছে তীব্র সমালোচনা। উত্তপ্ত পরিস্থিতিতে তাদের পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

পাক অধিনায়ক এটাকে গত তিন দশকের মধ্যে পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে অন্ধকারতম দিন হিসেবেও উল্লেখ্য করেছেন। এই সিরিজে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ সুশৃঙ্খল ছিল বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

শান মাসুদ বলেন, আমরা এরকম বলতে পারি না যে ‘এই ধরনের প্রতিপক্ষ।’ সব প্রতিপক্ষকেই সম্মান করা উচিত। বাংলাদেশের একটা বড় গুণ ছিল, দুই টেস্ট ম্যাচেই আমাদের চেয়ে বেশি শৃঙ্খলা ছিল ওদের। আমাদের উচিত নিজেদের দিকে দেখা, আমরা কত ভুল করেছি… অনেক ভুল আমরা করেছি।

টেস্টকে ধরা হয় ক্রিকেটের কঠিনতম ফরম্যাট। সেখানে ম্যাচ জিততে হলে পাঁচদিন দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয়। মানসিক শক্তির সঙ্গে লাগে শারীরিক সামর্থ্যের প্রমাণও। পাকিস্তান এই জায়গাতেই বাংলাদেশের চেয়ে পিছিয়ে ছিল বলে মনে করেন মাসুদ। এ ছাড়া প্রায় ১০ মাসের বিরতির পর টেস্ট খেলেছে পাকিস্তান। এত বড় বিরতির পর টেস্ট খেললে এমন ফলাফল হতেই পারে বলে ধারণা তার।

মাসুদের কথায়, টেস্ট ক্রিকেটের যে চাহিদা, যে শারীরিক ও মানসিক ফিটনেস লাগে, সেটা চার-পাঁচ দিন ধরে রাখতে হয়। বেশ কয়েকটি সিরিজেই আমরা যা দেখেছি, এই জায়গাটায় আমাদের উন্নতি করতে হবে। আরেকটা ব্যাপার, ১০ মাস পর টেস্ট খেললে এরকম হবেই। এত বড় বিরতি দেওয়া যাবে না।

জাতির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তান অধিনায়ক বলেছেন, আগের টেস্টের পরও বলেছিলাম, যখন হারব, ভুল হবে, সেটার দায় নেব। জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগের ম্যাচের পরও এটা বলেছিলাম, এখনও বলছি। আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত, কীভাবে দেশের ক্রিকেটের আরও ভালোর জন্য কাজ করতে পারি। যখন ভালো খেলব না, নিজে থেকেই হাত উঁচু করে বলব যে, ভালো করতে পারিনি। তবে এই মুহূর্তে মূল ব্যাপার হলো, আরও ভালো কিছুর জন্য কাজ করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম