টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ম্যাককালামে আস্থা ইংল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
ব্র্যান্ডন ম্যাককালাম। ছবি: সংগৃহীত
টেস্ট দলের দায়িত্বে আগে থেকেই ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও তাকে হেড কোচের দায়িত্ব দিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ম্যাককালামের কোচ হওয়ার বিষয়টি জানিয়েছে ইসিবি। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে ইসিবি। সাদা বলের দুই ফরম্যাটে ম্যাথু মটের স্থলাভিষিক্ত হলেন ৪২ বছর বয়সী ম্যাককালাম।
টানা দুই বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির হতাশাজনক পারফরম্যান্সের পর চাপের মুখে গত জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব ছেড়ে দেন মট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন মার্কাস ট্রেসকোথিক।
ঐতিহাসিক সেই জুটির সময় লিটন-মিরাজের কী কথা হয়েছিল
ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ম্যাককালাম হেড কোচের দায়িত্ব পেলেও এখনই কাজে যোগ দিচ্ছেন না তিনি। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত ট্রেসকোথিকের অধীনেই এই দুই ফরম্যাটে খেলবে ইংল্যান্ড।
২০২৫ সালে জানুয়ারিতে ভারত সফর দিয়ে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে কাজ শুরু করবেন ম্যাককালাম। এরপর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের কোচ হয়ে আসেন ম্যাককালাম। দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরনে আমূল পরিবর্তন আনার চেষ্টা করেন তিনি। টেস্টে মারকুটে ব্যাটিংয়ের ধারার প্রচলন করেন এই সাবেক কিউই অধিনায়ক, যা পরবর্তীতে ‘বাজবল’ হিসেবে পরিচিত হয়।
সেই ধারা এবার সীমিত ফরম্যাটেও টেনে আনতে চান জানিয়ে ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলের সঙ্গে সময়টা পুরোপুরি উপভোগ করেছি। সাদা বলের দলে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে জস (বাটলার) ও দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি।’