Logo
Logo
×

খেলা

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেট দলকে বাফুফের অভিনন্দন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেট দলকে বাফুফের অভিনন্দন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। এই সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বাফুফে বলেছেন, ‘পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ২-০ তে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে সিরিজ জয় করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশের মাটিতে এই ঐতিহাসিক সাফল্যে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, সকল স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বাফুফের অফিশিয়াল/কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’

টেস্টে বিদেশের মাটিতে এটাই বাংলাদেশের সেরা সাফল্য?

সাফল্যের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।’

প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ২৬ রানে ৬ উইকেট হারিয়েও লিটন-মিরাজের অবিশ্বাস্য জুটিতে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬২ পর্যন্ত পৌঁছায়। তবে বাংলাদেশের পেসারদের তোপে পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ৬ উইকেট হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম