Logo
Logo
×

খেলা

ঐতিহাসিক সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন হাবিবুল বাশার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

ঐতিহাসিক সিরিজ জয়ে যাদের কৃতিত্ব দিলেন হাবিবুল বাশার

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে (২-০) ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এই অর্জনের পর টাইগাদের নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সহকারী নির্বাচক হাবিুবল বাশার সুমন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সংবাদমাধ্যমকে বলছেন, ‘এমন অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। এটা বিশেষ সিরিজ জয় বলব আমি। এর আগে দেশের বাইরে দুইবার জিতেছি। তবে এটা বিশেষ, আগে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম তখন কিন্তু ওদের পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম ছিল না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান কিন্তু সবসময় টেস্ট ক্রিকেটে ভালো দল। যেকোনো ফরম্যাটেই ভালো দল তারা। আর পাকিস্তানের মাটিতে দুটো টেস্ট ম্যাচ ডমিনেট করে জয় পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। প্রতিটা সেশনই ডমিনেট করে খেলেছে বাংলাদেশ দল।’

সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, ‘ওই সময় মানসিকভাবে সবাই একটু চিন্তিত ছিল। অস্থিরতার মধ্যে ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই ক্রিকেটটা মনোযোগ দিয়েই খেলেছে। আমার মনে হয় এই সিরিজটা বাংলাদেশের মানুষকে একটু হলেও আনন্দ দেবে।’

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট পতনের পরও লিটন-মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ২৬২ রান করে বাংলাদেশ। এরপর পেস বোলারদের নান্দনিক পারফরম্যান্স আর ব্যাটসম্যানদের দায়িত্বশীলতায় বাংলাদেশ জয় পায় ৬ উইকেটে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম