Logo
Logo
×

খেলা

যুবরাজের ক্যারিয়ার ধ্বংস করেছেন ধোনি, অভিযোগ বাবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

যুবরাজের ক্যারিয়ার ধ্বংস করেছেন ধোনি, অভিযোগ বাবার

ছবি: সংগৃহীত

এমএস ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারত। সেই দলের অন্যতম কাণ্ডারি ছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং। তবে ক্যানসার জয় করে মাঠে ফিরলেও পরবর্তীতে সেই অর্থে ক্যারিয়ারটাকে লম্বা করতে পারেননি যুবরাজ। যার জন্য ধোনিকে দায়ী করেছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ।

যুবরাজের ক্যারিয়ার ধ্বংস করায় ধোনিয়ে কখনোই ক্ষমা করবেন না জানিয়ে যোগরাজ বলেন, ‘আমি মহেন্দ্র সিং ধোনিকে কখনোই ক্ষমা করবো না। ওর উচিত আয়নায় নিজের মুখ দেখা। সে অনেক বড় ক্রিকেটার, কিন্তু আমার ছেলের সাথে যা করেছে, তা এখন সামনে আসছে। যেটি ক্ষমার অযোগ্য।’

যোগরাজ বলেন, ‘ধোনি আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। যুবরাজ অনায়াসে আরও ৪-৫ বছর খেলতে পারতো। আমি গর্বের সাথে বলতে চাই, তার মতো ছেলে সকলের জন্ম দেয়া উচিত। এমনি গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগও বলেছে তার মতো দ্বিতীয় কেউ হবে না। ক্যানসার নিয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য যুবরাজকে ভারতরত্ন দেয়া উচিত।’ 

২০১১ বিশ্বকাপের পরপরই ক্যানসারে আক্রান্ত হন যুবরাজ। এরপর অবশ্য সুস্থ হয়ে তিনটি টি-২০ বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন যুবরাজ। তবে এসময় কখনই দলে নিয়মিত ছিলেন না তিনি। যার জন্য সে সময়ের অধিনায়ক ধোনির দায় দেখেন যুবরাজের বাবা যোগরাজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম