Logo
Logo
×

খেলা

ভুটানের উচ্চতায় শ্বাসকষ্টে ভুগছেন জামালরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ভুটানের উচ্চতায় শ্বাসকষ্টে ভুগছেন জামালরা

ছবি: সংগৃহীত

দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন অবস্থান করছে ভুটানের থিম্পুতে। আগামী বৃহস্পতিবার ও রোববার মাঠে গড়াবে ম্যাচ দুটি। আর সেই ম্যাচ সামনে রেখে গত শুক্রবার ভুটানে পৌঁছায় জামাল ভূঁইয়ার দল। উদ্দেশ্য ভুটানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। সেই কন্ডিশন কতটা কঠিন তাই এবার এক ভিডিও বার্তায় জানিয়েছেন জামাল ও রহমত মিয়া।

সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা অনেক বেশি হওয়ায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হচ্ছে ফুটবলারদের; যা নিয়ে জামাল বলেন, 'আজ প্রথম অনুশীলন করলাম। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরও এক-দুই দিন সময় লাগবে।' 
সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা নিয়ে চিন্তিত থাকেন সফরকারী ফুটবলাররা। বাংলাদেশ ফুটবলাররা সেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। অধিনায়ক জামালের মতো সোহেল রানাও একই সমস্যা অনুভব করছেন।

স্বাগতিকদের নিয়ে জামাল বলেন, 'ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কিভাবে রক্ষণ সামলাতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)।'

লম্বা সময় পর মাঠে নামা ও ভুটানের কন্ডিশন নিয়ে ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘তিন মাস বিরতি দিয়ে আমরা জাতীয় দলে যোগ দিয়েছি, যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, সবাই চেষ্টা করছি এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যেহেতু আর্টিফিশিয়াল টার্ফে খেলা, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, ফলে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে আমরা ভালো করতে পারি, কোচিং স্টাফরা সেটা নিয়ে কাজ করছেন।'

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম