Logo
Logo
×

খেলা

‘মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

‘মনে হচ্ছে বাংলাদেশ কেবল রেকর্ড গড়তে পাকিস্তানে এসেছে’

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়ে গেছে বাংলাদেশ। এখন অপেক্ষা সিরিজ জয়ের। সেই জয়ের সুঘ্রাণ এরই মধ্যে পেতে শুরু করেছে বাংলাদেশ। শেষ দিনে ম্যাচ জিততে বাংলাদেশের চাই ১৪৩ রান। হাতে উইকেট ১০টি। এ অবস্থায় অতি নাটকীয় কিছু না ঘটলে কেবল বৃষ্টিই পারে পাকিস্তানকে বাঁচাতে। যেই বৃষ্টির কারণেই চতুর্থ দিনে জয় পায়নি বাংলাদেশ।  

এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রশংসা করে পাকিস্তান দল ও পিসিবিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ। বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, দেখে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড গড়তেই পাকিস্তানে এসেছে।

পাকিস্তান-বাংলাদেশ টেস্ট নিয়ে শেহজাদ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়তে চলেছে পাকিস্তান। মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল শুধু রেকর্ড গড়তেই এসেছে।’

ঘরোয়া ক্রিকেটে মানসম্পন্ন ক্রিকেটার থাকা সত্ত্বেও পাকিস্তান দলে কেন পরিবর্তন করা হচ্ছে না- সেই প্রশ্ন ছুড়ে দিয়ে পিসিবির কঠোর সমালোচনা করেছেন শেহজাদ। বলেছেন- ‘এক সময় দেখে মনে হচ্ছিল তারা (পাকিস্তান) আমাদের তরুণদের জন্য প্রক্রিয়াটি আঁকড়ে ধরে আছে। দাবি করা হয়েছে, অস্ত্রোপচারের জন্য ঘরোয়া ক্রিকেটে আমাদের কাছে কোনো সরঞ্জাম নেই। এই তরুণরা আমাদের ঘরোয়া ক্রিকেট থেকে এসেছে, মহেঞ্জাদারো থেকে নয়। তারা তাদের সুযোগের জন্য অপেক্ষা করছে এবং আজ তারা দলে কোনো সিনিয়র বোলারের অনুপস্থিতিতে তা করে দেখিয়েছে।’

পাকিস্তানের ব্যর্থতার কারণ হিসেবে শেহজাদ বলেন, ‘তাদের সম্মিলিত প্রচেষ্টার ঘাটতি রয়েছে। আমরা দেখতে পাই আমাদের দল তখনই সময়টা কাজে লাগায় যখন প্রতিপক্ষ তাদের সেরা অবস্থানে না থাকে। কিন্তু চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের সক্রিয় হতে হবে, পরিবর্তন করতে হবে এবং নির্মম হতে হবে। আমাদের মাঠে, প্রতিপক্ষ যখন চাপের মধ্যে থাকে, তখন তাদের বাউন্স ব্যাক করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম