Logo
Logo
×

খেলা

বাবর একগুঁয়ে, পরিবর্তন মানতে পারেন না

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

বাবর একগুঁয়ে, পরিবর্তন মানতে পারেন না

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাবর আজমের। মাঠের পারফরম্যান্সের কারণে নিয়মিতই সমালোচিত হতে হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলতে শুরু করেছেন বাবর ফুরিয়ে যাচ্ছেন। পরিস্থিতি যখন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে, তখন অধিনায়ক বাবরের দিকে আঙুল তুলেছেন সাবেক নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তার মতে, বাবর প্রচণ্ড একগুঁয়ে, পরিবর্তন মানতে পারতেন না তিনি।

সম্প্রতি এক ক্রীড়া প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছেন ওয়াসিম। যেখানে পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজম সম্পর্কে কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার। 

অধিনায়ক বাবরকে নিয়ে সাবেক এই নির্বাচক বলেন, ‘তাকে (বাবর) পরিবর্তনের সুবিধা বোঝানো বেদনাদায়ক ছিল। সে প্রচণ্ড একগুঁয়ে ছিলেন। বোর্ডের নির্দিষ্ট সিদ্ধান্তের বিষয়টি তাকে বোঝাতে আমি আমার সীমা অতিক্রম করেছি। কিন্তু সে পরিবর্তন মানতে প্রস্তুত ছিলেন না। ‘

পাকিস্তান স্কোয়াডে সমস্যা তুলে ধরে ওয়াসিম বলেন, ‘ইমাদের হাঁটুতে চোট আছে, কিন্তু সে তা লুকিয়ে রেখেছিল কয়েক বছর ধরে। আমরা সবসময় আজম খানের ফিটনেস লেভেল নিয়ে কথা বলি, কিন্তু ইমাদও একই সমস্যায় ভুগছেন। তাকে একই কারণে বাদ দেওয়া হয়েছিল এবং আমিও তাকে আমার মেয়াদে বাদ দিয়েছিলাম যাতে সে তার ফিটনেস নিয়ে কাজ করতে পারে।’

নির্বাচক থাকাকালীন সময় পাকিস্তানের চারজন কোচ দলের কয়েকজন ক্রিকেটারকে ক্যান্সার বলে অ্যাখায়িত করেছিলেন ও তাদের বিষয়ে সর্তক করেছিলেন বলেও জানান সাবেক ওয়াসিম। বলেন, ‘আমি নাম বলব না, তবে চার কোচ বলেছেন একদল খেলোয়াড় দলের ক্যান্সার। তারা দলে থাকলে পাকিস্তান জিততে পারবে না। আমি তাদের দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাদের ফিরিয়ে এনেছে। ‘

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম