সাফে ভারত ও পাকিস্তান ম্যাচের সূচি জানল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সোমবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত সূচিতে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিনক্ষণ জানতে পেরেছেন সাবিনা খাতুনরা।
নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত গ্রুপ ‘এ’তে রয়েছে।
সাত দলের টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ঠাঁই হয়েছে নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। নেপালের দশরথ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
সাংবাদিকদের প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফের দুই অনুরোধ
১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। ২৭ অক্টোবর সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।
এবারের সাফের সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে এই মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে তাদের ছাদ খোলা বাসে দেওয়া হয়েছিল বিপুল সংবর্ধনা।