ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রানে দিন শুরু বাংলাদেশ ২৬ রান তুলতে গিয়ে হারিয়ে বসে ৬ উইকেট। তাতে শঙ্কা ঝেঁকে বসে ফলোঅনে পড়ার।
কিন্তু প্রশ্ন হলো ফলোঅন এড়াতে কত রান করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের সামনে সেই রানের সংখ্যাটা ১২৫।
বাংলাদেশ অবশ্য এরই মধ্যে সর্বনিন্ম রানে অলআউট হওয়ার শঙ্কা দূর করেছে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬২ রান।
এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৪৩। ২০১৮ সালে ক্যারিবিয়ানদের মাটিতে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। মিরাজের বাউন্ডারির সুবাদে সেই লজ্জার স্কোর পেরিয়ে যায় বাংলাদেশ।
এদিন ১০ রানে দিন শুরু বাংলাদেশ মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরতে হয়েছে ওপেনার জাকির হাসানকে। খুররাম শাহাজাদের বলে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরতে হয় জাকিরকে। খানিক পর ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনি করেন ১০ রান। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি। থিতু হতে পারেননি মুমিনুল হকও। ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
সেই বিপর্যয় সামাল দিতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দু’জনেই ফিরেছেন দ্রুতই। তাতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেই বিপদ এখন দায়িত্ব নিয়ে কাটাতে শুরু করেছেন লিটন-মিরাজ জুটি। তাদের দিকেই এখন তাকিয়ে বাংলাদেশ।