এশিয়ান ক্রিকেট কাউন্সিল
জয় শাহর জায়গা নেবেন পাকিস্তানের মহসিন নাকভি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৬:০৭ পিএম
জয় শাহ ও মহসিন নাকভি। ছবি: সংগৃহীত
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট পদে জয় শাহর স্থলাভিষিক্ত হতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। খবর ক্রিকেট পাকিস্তানের।
জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধানের দায়িত্ব নেওয়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এসিসি প্রেসিডেন্টের পদ ছাড়তে পারেন। টানা তিন বছর দায়িত্ব পালনের পর গত জানুয়ারিতে আরও এক বছরের জন্য প্রেসিডেন্ট পদে টিকে যান তিনি।
নাহিদের গতি আর বাউন্সে পরাস্ত রিজওয়ান
তবে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, সম্প্রতি এসিসির এক বৈঠকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মহসিন নাকভিকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও জানা যায়, বছরের শেষ দিকে এসিসির বৈঠকে দুই বছরের জন্য নাকভিকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হতে পারে। জয় শাহ পদ ছাড়লেই এসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পিসিবি কর্তা।
উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বরে এসিসির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।